Posts

Showing posts from 2012

A Poem by me!

          প্রস্তুতি   তখন ভোরেরও সকালবেলা অন্ধকারের মাটি থেকে শিউলি গাছের বাঁধানো-পা ছাড়িয়ে উঠে আসে উঠোন নিকানোর সোঁতা আওয়াজ ...   আমার ঘুম ভেঙে যায় জানতে চাই, কি দরকার এত রাতে... মা’র উত্তর অন্ধকারে শিকড়ের মতো আসে, কানে,    ‘ফুলগুলো বাসি উঠোনে পড়বে তাই...’ তুই আমার কতদিনের বন্ধু সব জেনে প্রশ্ন করিস, আর অপেক্ষা কেন? আমি কিছু না ভেবে অন্ধকারে শিকড় চালাই, ‘ফুলগুলো বাসি উঠোনে পড়বে তাই...’